spot_img

ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

সরকারের উদ্যোগ ছিল জন্যই ঈদ যাত্রায় স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকির আশঙ্কা নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি থাকলে সেটা সকলকে নিয়ে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।

তিনি আরও বলেন, ঈদ যাত্রায় স্বস্তির সাথে মানুষ নিজেদের গন্তব্যে যাচ্ছে। একইভাবে, নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সে উদ্যোগও নেয়া হয়েছে।

দূরপাল্লার কিছু বাস কাউন্টারের ওপর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এরকম ঘটনায় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কি না বিষয়টি দেখার জন্য। প্রতি কাউন্টারেই ভাড়ার চার্ট রাখা হয়েছে। এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে, তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিমের কাছে অভিযোগ করবেন।

এছাড়া, পুলিশ কন্ট্রোল রুম যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ