spot_img

আজ জুমাতুল বিদা

অবশ্যই পরুন

আজ ২৭ রমজান। পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা আজ। এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।

দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজানের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়– রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।

আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এছাড়া, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালন করা হয়। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র‍্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

সর্বশেষ সংবাদ

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে আলকারাজক-সাবালেঙ্কা

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। আলকারাজ হারিয়েছেন অলিভার টারভেটকে ও মেরি বুৎসকোভার পরাজিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ