spot_img

রুশ উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অবশ্যই পরুন

চীনের হাইনান প্রদেশের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে গম ও সার আমদানি এবং বাংলাদেশের গ্যাস অনুসন্ধানে গ্যাজপ্রমের ভূমিকা।

অধ্যাপক ইউনূস জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থনৈতিক বিষয়ে সমাধান হয়ে গেছে এবং বাংলাদেশ ঢাকায় একটি নির্দিষ্ট হিসাবে অর্থ পরিশোধ করেছে। তিনি আরও জানান, চলতি বছরের শেষের দিকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করতে আগ্রহী। পাশাপাশি, দেশের স্থলভাগ ও সমুদ্র অঞ্চলে গ্যাজপ্রমের মাধ্যমে আরও বেশি গ্যাস অনুসন্ধান কার্যক্রম দেখতে চায় বাংলাদেশ।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাশিয়া চায় বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যাক। পাশাপাশি, রাশিয়া বাংলাদেশে আরও গম ও সার রপ্তানি করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

সর্বশেষ সংবাদ

আজ পবিত্র ঈদুল ফিতর

আজ ঈদ! ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ