spot_img

ঈদের ছুটিতে প্রয়োজনে জুমে যুক্ত থাকবেন সরকারি কর্মকর্তারা: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

ঈদে নয়দিন ছুটি থাকলেও এ সময় অর্থনৈতিক স্থবিরতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ঈদের ছুটিতে বেশীরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকলেও জরুরি প্রয়োজনে জুমে যুক্ত হয়ে কাজ করবেন তারা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব জানান।

এদিকে, ঈদের ছুটিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। ২৪ ঘণ্টা তারা সতর্কভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব বলেন, ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।

সর্বশেষ সংবাদ

শাহজালালের কার্গো ভিলেজে আগুনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ