আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কিছু দৃশ্যে অতিরিক্ত সহিংসতার অভিযোগ তুলে সংশোধনীর নির্দেশ দেয়। ফলে শঙ্কা তৈরি হয়, আদৌ সিনেমাটি ঈদে মুক্তি পাবে কিনা।
গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনের পর বোর্ড কিছু সংশোধনী ও পর্যবেক্ষণ দেয়। এ সিদ্ধান্তে শাকিব খানের ভক্তরা অসন্তোষ প্রকাশ করেন এবং আজ মঙ্গলবার সকালে বোর্ডের সামনে মানববন্ধন করে বরবাদ আনকাট মুক্তির দাবি জানান।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধন করেই সিনেমাটি মুক্তির অনুমতি পাচ্ছে। মঙ্গলবার দুপুরে দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন। তিনি জানান, সংশোধন করা হলেও সিনেমার দৈর্ঘ্য কমানো হয়নি এবং এটি ইউ গ্রেড (সবার জন্য উপযোগী) সনদ পেয়েছে।
বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, আর প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়া সিনেমাটিতে আছেন মিশা সওদাগর, যীশু, শহিদুজ্জামান সেলিম ও মামুনুর রশীদসহ আরও অনেকে।