spot_img

গ্রিনল্যান্ডে মার্কিন প্রতিনিধিদল, প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

অবশ্যই পরুন

পরিকল্পিতভাবে মার্কিন প্রতিনিধি দলের গ্রিনল্যান্ড সফর করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিউট এগেদে। তিনি এই সফরকে অত্যন্ত আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন। খবর সিএনএন

ড্যানিশ এই অঞ্চলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলে নেয়ার কথা বলার পরই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি দলের সফরকে বন্ধুত্বপূর্ণ বলেছেন। এখানে কোনো উস্কানি নেই। তিনি আরও দাবি করেন, প্রতিনিধি দলটি আমন্ত্রিত ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদলটি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভ্রমণ করবেন এবং কুকুরে টানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন। প্রতিনিধিদলে রয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাৎজ ও জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগপর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারতাম। তারা আমাদের বন্ধু ও মিত্র ছিল। তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। কিন্তু সে সময় পেরিয়ে গেছে।’

সর্বশেষ সংবাদ

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ