spot_img

গরমে আইনজীবীদের কালো কোট ও গাউনের বাধ্যবাধকতা শিথিল

অবশ্যই পরুন

দেশের চলমান তীব্র তাপপ্রবাহের কারণে নিম্ন আদালতে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। সোমবার (২৪ মার্চ) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সাদা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, কালো কোট ও গাউন পরিধান করা বাধ্যতামূলক নয়। নতুন এ নির্দেশনা আগামী ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

তীব্র গরমের মধ্যে আদালতে কাজ করা আইনজীবীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তির বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, তাপপ্রবাহের মধ্যে কালো কোট ও গাউন পরিধান না করার সুযোগ আইনজীবী ও বিচারকদের কাজের পরিবেশকে আরও স্বস্তিদায়ক করবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে, যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার

শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ