spot_img

তামিমের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাকিব

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা এতোটা গুরুতর হয়ে পড়েছিল যে, সাভার থেকে ঢাকায় আনাও হয়নি।

সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের জন্য সোমবার (২৪ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে পোস্ট করে দোয়া চেয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব আল হাসান।

পোস্টে সাকিব লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

তিনি আরও লেখেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের সমর্থন করায় যু্ক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেপ্তার

ফিলিস্তিনের সমর্থন করায় যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের এক তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ককে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একইসঙ্গে বাতিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ