spot_img

হাঁটুর থেকেও ছোট নায়িকার সঙ্গে রোমান্স, সমালোচনায় কড়া জবাব সালমানের

অবশ্যই পরুন

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। ইতোমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো সিকান্দার টিম। উপস্থিত ছিলেন সালমান খানও।

‘দেখেছিস, হাঁটুর থেকেও ছোট নায়িকার সঙ্গে রোমান্স করছে’! ‘সিকান্দার’ ছবির জন্য এমন কথাই শুনতে হয়েছে সালমানকে। সে দিন একটা কথাও বলেননি তিনি। চুপচাপ শুনেছেন। তবে এদিন অনুষ্ঠানে হাজির হয়ে নিন্দুকের কটাক্ষের জবাব দেন।

জবাবে সালমান খান বলেন, হোক ৩১ বছরের পার্থক্য! রাশমিকার আপত্তি নেই। ওর বাবার কোনো আপত্তি নেই। আপনাদের সমস্যা কোথায়?

সালমানের দাবি, আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরেও আমরা জুটি বেঁধে কাজ করব।

নায়িকাকে আবার জিজ্ঞেস করেন, “কী তাই তো?” সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা। সালমান রসিকতাও করেন। আশা, রাশমিকার মা তার সঙ্গে অভিনয়ের অনুমতি দেবেন।

এ দিন ছবিশিকারিদেরও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন, “মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না। সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, ‘সালমানের সব কিছু এখনও ফুরিয়ে যায়নি’!”

এদিন অনুষ্ঠানে ‘ভাইজান’-এর সঙ্গে ছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগারওয়াল প্রমুখ।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানো জরুরি : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। আর জনগণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ