spot_img

আফগান নেতা হাক্কানিকে ধরতে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

তালেবান নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির গ্রেফতারের বিষয়ে তথ্য দিতে পারলে তার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র সেই পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে। সম্প্রতি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এমন তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এই ঘোষণা দেয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনো তাদের ওয়েবসাইটে পুরস্কারের তালিকায় সিরাজুদ্দিন হাক্কানির নাম বহাল রেখেছে।

ওয়েবসাইটে বলা হয়েছে হাক্কানি ‘আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যৌথবাহিনীর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে হামলার সমন্বয় করেছেন এবং অংশগ্রহণ করেছেন বলে বিশ্বাস করা হয়।’

এর আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার (২০ মার্চ) তালেবান দুই বছর ধরে আফগানিস্তানে বন্দি এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হাক্কানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানো জরুরি : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। আর জনগণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ