spot_img

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিস চালু, উচ্ছ্বসিত ৪ লাখ বাসিন্দা

অবশ্যই পরুন

প্রথমবারের মত চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে চালু হল ফেরি সার্ভিস। সোমবার (২৪ মার্চ) সকালে কপোতাক্ষ নামের এ ফেরির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

এসময় তার সাথে ছিলেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সদ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে দু’বার চলাচল করবে এই ফেরি। যেতে সময় লাগবে প্রায় সোয়া এক ঘণ্টা। পারাপারে যাত্রী প্রতি ভাড়া ১০০ টাকা। ফেরিতে যানবাহন ধারণক্ষমতা ২৪টি। ক্যাটাগরি ভেদে ভাড়াও ভিন্ন।

অপরদিকে, নতুন এ ফেরি সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপের প্রায় চার লাখ বাসিন্দা।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ