এবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বানাতে চান ‘গোল্ডেন ডোম’।
যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে বাঁচাতেই ট্রাম্প এই পরিকল্পনা হাতে নিয়েছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত চলতে সক্ষম। ফলে এই মারণাস্ত্রকে আটকানোও কঠিন। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে হিমশিম খেতে পারে।
ট্রাম্প তাই ইসরায়েলের আয়রন ডোমের আদলে গোল্ডেন ডোম তৈরি করতে চান। ট্রাম্পের দাবি মতে, গোল্ডেন ডোম মার্কিন আকাশ ও ভূখণ্ডকে শক্তিশালী সুরক্ষা দেবে। বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থা এটা করতে সক্ষম নয়।
গোল্ডেন ডোমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বিশাল অর্থের চাহিদা জানিয়ে মার্কিন কংগ্রেসের কাছে হিসাব তুলে ধরেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।
গোল্ডেন ডোম হবে স্যাটেলাইটভিত্তিক। এটি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, ইনফ্রারেড লেজারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করবে। গোল্ডেন ডোমের প্রযুক্তি হবে এমনভাবে, যা যুক্তরাষ্ট্রের আকাশ ও ভূখণ্ডকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সক্ষম।
সূত্র: ফক্সনিউজ