spot_img

টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স

অবশ্যই পরুন

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে গেছে ফ্রান্স। প্রথম লেগে ২-০ গোলে হারা ফরাসিরা ঘরের মাঠে নির্ধারিত সময়ে একই ব্যবধানে জয় পায়। এরপর পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে এমবাপ্পের দল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে হারা ফ্রান্স ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে প্রথম হাফে গোলের দেখা পায়নি ফরাসিরা। দ্বিতীয় হাফে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ফল পায় দেশমের দল। ৫২তম মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন ওলিসে। যা ফ্রান্সের জার্সিতে তার প্রথম গোল। ম্যাচটি ১-০ গোলে শেষ হওয়ার পথেই ছিল। তবে ম্যাচ শেষের দশ মিনিটে আগে আবারও গোল পায় ফ্রান্স।

৮০তম মিনিটে ওলিসের পাস থেকে গোল করে দুই লেগ মিলিয়ে ফ্রান্সকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। এর আগে দুইটি সহজ সুযোগ মিস করেন এমবাপ্পে। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।

শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচ শটে দুই দলই দুইটি করে মিস করে। তবে পড়ে নেয়া দুই শটের দুইটিতেই ফ্রান্স গোল পেলেও ক্রোয়েশিয়ার একটি শট ঠেকিয়ে দেয় ফরাসি গোলকিপার। আর তাতেই জয়ের উল্লাসে মাতে এমবাপ্পে-মুয়ানিরা।

সর্বশেষ সংবাদ

হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

এশিয়ান কাপ বাছাইপর্বের ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ