২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যত্যয় ঘটলো না। পরাজয় দিয়ে আইপিএলে পত্তন তাদের। টানা ১৩তম মৌসুমে উদ্বোধনী ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। আফগান স্পিনার নুর আহমদের স্পিন ভেল্কিতে এই ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
রোববার (২৩ মার্চ) চেপুকে আগে ব্যাটিংয়ে নেমে নূরের ঘূর্ণি জাদুতে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান করে মুম্বাই। জবাবে ৫ বল ও চার উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে চেন্নাই।
কিউই বোলার মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র। ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় করেন ২৬ বলে ৫৩ রান।
এর আগে, মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক সুরিয়াকুমার করেন ২৬ বলে ২৯, দিপক চাহার খেলেন ১৫ বলে ২৮ রানের ইনিংস। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।
আজ রোহিত বিদায় নেন শূন্য হাতে। এতে রেকর্ডের খাতায় নাম লেখান এই ‘হিটম্যান’। আইপিএল ইতিহাসে এতোদিন সবচেয়ে বেশি ১৮টি করে শূন্য ছিল দুই ব্যাটারের (দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল)। সেখানে তৃতীয় ব্যাটার হিসেবে যুক্ত হলেন রোহিত।
চেন্নাইয়ের হয়ে ১৪ রানে ৪ উইকেট শিকার করেন আফগান রিস্টস্পিনার নূর আহমদ। ৩ উইকেট পান পেসার খলিল আহমেদ। ওদিকে, মুম্বাইয়ের ভিনেশ পাথুর তুলে নেন ৩ উইকেট।