spot_img

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

অবশ্যই পরুন

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই। সেনাবাহিনী তাদের পাশে থাকবে।’

রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।’

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।’

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ল উগান্ডা

আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার ইতিহাস খুব সমৃদ্ধ না হলেও গত কিছু বছর ধরে তারা নিজের পরিচিতি সৃষ্টি করেছে। ১৯৯৮ সালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ