spot_img

রেমিট্যান্সের পালে জোর হাওয়া, ভাঙতে পারে সব রেকর্ড

অবশ্যই পরুন

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে বাংলাদেশে প্রবাসীরা মোট ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন; যা দেশীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৭৩৭ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সেই হিসাবে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৮ লাখ ডলার।

আজ রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯২ কোটি ৯৯ লাখ ডলার, আর জানুয়ারির একই সময়ে এসেছিল ১৪৭ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে মার্চে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীরা স্বজনদের কাছে বেশি পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, যার ফলে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড তৈরি হতে পারে।

মার্চের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত এসেছে ৮৪ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার। ২ থেকে ৮ মার্চ পর্যন্ত এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার, আর ১ মার্চ পাঠানো হয়েছে ৩ কোটি ৮০ হাজার ডলার।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারির পুরো মাসে যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার এবং ২১৮ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪ সালের পুরো বছরে বাংলাদেশে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

সর্বশেষ সংবাদ

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ