spot_img

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াডে বড় পরিবর্তন

অবশ্যই পরুন

ফিফা মার্চ উইন্ডোতে জয় দিয়ে শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার (২৬ মার্চ) দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল।

চোটের কারণে আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন। শুক্রবার (২২ মার্চ) কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান অ্যালিসন, ফলে তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে গোলবার সামলান ম্যাথিয়াস বেন্তো।

ব্রাজিল দলে আরও কিছু পরিবর্তন এসেছে। কলম্বিয়া ম্যাচের মাত্র ২৮ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গার্সনকে। পাশাপাশি, দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। এ অবস্থায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডে চারটি পরিবর্তন এনেছেন।

নতুনভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন, ডিফেন্ডার ভেরালদো এবং গোলরক্ষক ওয়েভারটন। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণার পরই ছিটকে যান নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এছাড়া চোটের কারণে দলের বাইরে আছেন এডার মিলিতাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে ব্রাজিল। তবে আজ ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারিয়ে তাদের তিন নম্বরে নামিয়ে দেয়। অন্যদিকে, ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারালেই তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার টিকিট নিশ্চিত করবে। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে আরও এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

সর্বশেষ সংবাদ

প্রথম ম্যাচে মুম্বাইয়ের হার, নূর জাদুতে জিতলো চেন্নাই

২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যত্যয় ঘটলো না। পরাজয় দিয়ে আইপিএলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ