spot_img

ইস্তাম্বুলে ইরাকি কনস্যুলেটে বন্দুকধারীদের গুলি

অবশ্যই পরুন

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইরাকি কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। শুক্রবার (২১ মার্চ) মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা আটটি গুলি চালায়। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনকু কেচেলি এক বিবৃতিতে বলেছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি ইস্তাম্বুলে ইরাকের কনস্যুলেটে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি বা মালামালের ক্ষতি হয়নি।’

কেচেলি আরও জানান, নিরাপত্তা ইউনিটগুলো প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে এবং সনাক্তকরণের প্রচেষ্টা চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীরা পালানোর আগে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

মন্ত্রণালয় আরও জানায়, ‘হামলার ঘটনায় তুর্কি কর্তৃপক্ষের দ্রুত প্রতিক্রিয়া এবং তাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা জানায় ইরাক। আন্তর্জাতিক চুক্তি অনুসারে কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার গুরুত্বের উপরও জোর দেয়।’

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার চীন সফরে আসতে পারে বড় ঘোষণা: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ