spot_img

সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেয়ার প্রস্তাব

অবশ্যই পরুন

গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে। কমিশন জানিয়েছে, এটি না দেওয়ার কারণে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। সাংবাদিকদের জন্য স্নাতক পাসের যোগ্যতা এবং শিক্ষানবিশ হিসেবে এক বছরের কাজের সুপারিশও করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা শেষে ব্রিফিংয়ে কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, রাজধানীতে কর্মরত সাংবাদিকদের জন্য ঢাকা ভাতা দেওয়ারও প্রস্তাব রয়েছে। পাশাপাশি, সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরি এবং ‘ওয়ান হাউস ওয়ান মিডিয়া’ নীতির অধীনে গণমাধ্যম মালিকানা নির্দিষ্ট করার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে, এবং কমিশন ৭ দফা সুপারিশ করেছে অনলাইন পোর্টাল নিয়ে।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ