spot_img

তারুণ্যে ভরা এই দেশকে পথভ্রষ্ট হতে দেয়া যাবে না: উপদেষ্টা আদিলুর

অবশ্যই পরুন

তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে আর কখনও পথভ্রষ্ট হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ, জাতীয় স্বার্থ ও ঐক্যের পথরেখা নিয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোই ঠিক করবে নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে এবং পরে কতটুকু সংস্কার হবে।

এছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা বলেন, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এ বিষয়ে সবার একমত থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি, যাচ্ছেন তুরস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ