spot_img

ভোটের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছরের বদলে ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে।

শনিবার (২২ মার্চ) সকালে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ কথা জানান।

সারোয়ার তুষার জানান, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ও মতামত জমা দেবে তারা। এছাড়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। তবে এনসিপির দাবি এই ১১১টি সুপারিশ নিয়ে আরও আলোচনা করা দরকার।

এসময় ১৯৭২ সালের সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন। আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেয়া দরকার বলেও মত দেন।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াডে বড় পরিবর্তন

ফিফা মার্চ উইন্ডোতে জয় দিয়ে শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ