ভিরাট কোহলির অধীনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা সাবেক সতীর্থ তন্ময় শ্রীবাস্তব এখন আম্পায়ার। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তন্ময়কে।
২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারতীয় যুবদলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তন্ময় শ্রীবাস্তব। টুর্নামেন্টে ৫২.৪০ গড়ে ২৬২ রান করেন তিনি। আইপিএলের প্রথম দুই মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। পরবর্তীতে সুযোগ পান কোচি টাস্কার্স কেরালা এবং ডেকান চার্জার্সের হয়ে। ১৩ বছর পর আবারও আইপিএলে ফিরছেন তন্ময়, তবে এবার আম্পায়ারের ভূমিকায়। আইপিএলে খেলোয়াড় ও আম্পায়ার উভয় ভূমিকায় ৩৫ বছর বয়সী তন্ময়ই প্রথম।
৩০ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেয়া সাবেক এই ক্রিকেটার খেলা ছাড়ার পর কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবির স্কাউট দলের হয়ে কাজ করেছেন। পরবর্তী সময়ে এনসিএ’র অনূর্ধ্ব-১৬ দলের কোচ এবং জম্মু-কাশ্মীরের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আম্পায়ারিংও শুরু করেছেন।