সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় এবং সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই নেতা অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছে একটি সূত্র।
এর আগে চার দিনের সফরে সৌদি যান শেহবাজ শরিফ। তখন বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আব্দুল্লাহ বিন জালায়ি।
এদিনের বৈঠকে নিজ দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেহবাজ শরিফ। তিনি বলেছেন, এই বিনিয়োগ পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখবে। পরে তারা আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন, একইসঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন দুই নেতা।
এদিকে সৌদি আরবে চার দিনের সরকারি সফরের সময় সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ এবং অর্থনৈতিক ব্যস্ততার জন্য যৌথ টাস্ক ফোর্সের প্রধান মোহাম্মদ আল-তুওয়াইজরির সাথেও আলোচনা করেছেন শেহবাজ। আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, সৌদি বিনিয়োগ আকৃষ্ট করা এবং গুরুত্বপূর্ণ খাতে যৌথ উদ্যোগ ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছ দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী জ্বালানি, অবকাঠামো, কৃষি এবং প্রযুক্তির মতো খাতে পাকিস্তানের সম্ভাবনা তুলে ধরেন। সৌদি ব্যবসাকে বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিলের (এসআইএফসি) অধীনে সুযোগ খুঁজতেও উৎসাহিত করেন তিনি।
জবাবে মন্ত্রী আল-ফালিহ এবং আল-তুওয়াইজরি পাকিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সৌদি আরবের আগ্রহের কথা জানান। পরে বিনিয়োগ প্রকল্পগুলোর গতি বাড়াতে এবং কার্যকর করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন