spot_img

আসন্ন ঈদে পুলিশের ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা পরামর্শ

অবশ্যই পরুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রেস রিলিজের মাধ্যমে বাস-লঞ্চ-ট্রেন যাত্রী ও মালিকপক্ষকে পরামর্শগুলো দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী।

প্রেস রিলিজে যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করতে পরামর্শ দেয়া হয়েছে। সেইসাথে ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে চালককে দ্রুত গাড়ি চালাতে নির্দেশ দিতে নিরুৎসাহিত করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বানও জানায় বাহিনীটি।

এতে যাত্রীদের রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার এবং অপরিচিত কোন ব্যক্তির নিকট থেকে খাবার বা পানীয় গ্রহণে সতর্ক থাকতে বলা হয়। এছাড়া সার্বিক প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

অপরদিকে, বাস মালিকদের প্রতি অনুরোধ করা হয়, অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে দেবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে, সেজন্য চালককে নির্দেশ দেওয়ার অনুরোধও জানানো হয়। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা থেকে বিরত থাকার কথাও বলা হয়।

আর বাস চালকদের প্রতি অনুরোধ করে বলা হয়, ওভারস্পিডে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সাথে রাখুন। বাসে অতিরিক্ত যাত্রী উঠাবেন না। আঞ্চলিক সড়ক-মহাসড়কে চলাচলে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়।

নৌপথের যাত্রীদের জন্যও দেয়া হয়েছে কিছু নির্দেশনা। স্টিমার-স্পিডবোট যাত্রীদের প্রতি অনুরোধ করা হয়, জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে বা নৌযানের ছাদে উঠবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে এবং যাত্রাপথে ঝড় দেখা দিলে এদিক ওদিক ছোটাছুটি না করে নিজের জায়গায় অবস্থান করতেও পরামর্শ দেয়া হয়। এছাড়া স্পিডবোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করার কথাও বলা হয়েছে।

লঞ্চ-স্টিমার-স্পিডবোট মালিকদের প্রতি অনুরোধে বলা হয়, নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের চলাচল বন্ধ রাখুন। নৌযানের মাস্টার ব্রিজে যাত্রী সাধারণের অবাধ চলাচল বন্ধ করার জন্য দু’পাশ অস্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করুন। এছাড়া লঞ্চে পর্যাপ্ত বয়া রাখার কথাও বলা হয়।

অপরদিকে, ট্রেন যাত্রীদের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকার কথাও বলা হয় এতে। এছাড়া বিনা টিকেটে ভ্রমণ থেকে বিরত থাকতেও অনুরোধ জানানো হয়।

সবশেষে, জরুরি প্রয়োজনে যোগাযোগের কয়েকটি ফোন নম্বরও জানায় পুলিশ। সেগুলো হল- পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ০১৭৭৭৭২০০২৯। এছাড়া বিশেষ প্রয়োজনে জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করার অনুরোধও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৪ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ