spot_img

যাত্রাবাড়ীতে শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

২০১৭ সালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার বলা হয়, ২০১৭ সালের ১ অক্টোবর আগষ্ট মাতুয়াইলের একটি বাসায় ৭ বছরের শিশুকে ধর্ষণ ও গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি মো. রফিকুল ইসলাম। পরে শিশুটির মরদেহ গুম করার উদ্দেশ্যে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের সানসেটের উপর লুকিয়ে রাখে।

এদিকে রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার জানায়, মৃত্যুদণ্ডের রায়ে আমরা সন্তুষ্ট। এ সময় রায় দ্রুত কার্যকরের দাবিও জানায় শিশুটির পরিবার।

সর্বশেষ সংবাদ

সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের দেয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট...

এই বিভাগের অন্যান্য সংবাদ