spot_img

রোহিঙ্গাদের ডেটাবেজ নির্বাচন কমিশনকে দেবে ইউএনএইচসিআর

অবশ্যই পরুন

রোহিঙ্গাদের ডেটাবেজ নির্বাচন কমিশনকে দিতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। এ বিষয়ে সংস্থটির সাথে সরকারের চুক্তি হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে সংস্থাটির সাথে আলোচনা শেষে এ কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর।

তিনি বলেন, ইউএনএইচসিআরের হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।

তিনি আরও বলেন, সংস্থাটির কাছে থাকা রোহিঙ্গাদের ডেটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের বাদ দেয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যাবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআরের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রায় নিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ