spot_img

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

অবশ্যই পরুন

এক-এগারোর সময় বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন।

লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হয়ে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। এ সময় বিভিন্ন মামলায় তার দণ্ড হয়।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর লুৎফুজ্জামান বাবর সেসব মামলা থেকে খালাস ও জামিন পান। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

সর্বশেষ সংবাদ

ঢাকা মহানগরের ৮৯ মন্দির অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ