spot_img

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান গ্রেপ্তার

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন (আরসার) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। এসময় তার আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এসময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পরে আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথম দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরসার প্রধান আতাউল্লাহ ছাড়াও রিমান্ডপ্রাপ্তরা হলেন মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সকলেই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেইসঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকি সকলেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছে।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশিয়ায় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ