spot_img

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোন প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

‘অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেই’ মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে খাদের কিনারায় ছিল বাংলাদেশ, এখন সেখান থেকে উত্তরণ ঘটেছে। এসময়, দেশ বর্তমানে ভালো আছে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর তালিকায় প্রবেশ বা এলডিসি উত্তরণ গৌরবের; ২০২৬ সালেই এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝে কোন সমস্যা হলে, পরিস্থিতি বিবেচনা করে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ