spot_img

এড়িয়ে চলুন ঢাকার ৬ এলাকা

অবশ্যই পরুন

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে দশম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে।

ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস রয়েছে মার্কিন দূতাবাস এলাকায়। এরপর রয়েছে মিরপুর ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি, সাভারের হেমায়েতপুর, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও কল্যাণপুর। এসব এলাকাতেও বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অর্থাৎ, এই ছয় এলাকা এড়িয়ে চলাই উত্তম।

নতুবা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। এছাড়া ধূলাবালি বেশি ঢুকলে অবশ্যই ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

এদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর রয়েছে মিসরের কায়রো, উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই শহরগুলোর বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুদূষণের তাৎক্ষণিক অবস্থা জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে ঢাকার একিউআই স্কোর ১৪৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য এই পরিস্থিতি ক্ষতিকর হতে পারে।

সর্বশেষ সংবাদ

বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ