spot_img

সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি: মাধুরী

অবশ্যই পরুন

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে। আনিস বাজমী পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায়।

সম্প্রতি উদযাপিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। জয়পুরে বসেছিল আইফার এবারের আসর। শুরুতে মুখোমুখি আড্ডায় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা।

‘আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানান, বিয়ের পরই তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন। বিয়ের আগে তিনি প্রচুর কাজ করতেন। তিন শিফটে কাজ করতেন অভিনেত্রী।

তার ভাষ্যে, ‘সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি। আমার স্বামী আর সন্তানদের সঙ্গে যে জীবন এখন আমি কাটাচ্ছি, তা আমার কাছে স্বপ্নের মতো। আমি আবার রুপালি জগতে ফিরে এসেছি। কারণ, এটাই আমার স্বপ্ন ছিল।’

উল্লেখ্য, মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে হীরেন নাগ পরিচালিত অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। কিছু শিশু ও সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজাব (১৯৮৮) ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এ ছবিটিই তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়।

সর্বশেষ সংবাদ

চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি-ভিডিও প্রকাশ তাইওয়ানের

চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার (১৭ মার্চ) এসব ছবি ও ফুটেজ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ