spot_img

আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিগগরিই রোডম্যাপ চায় বাংলাদেশ

অবশ্যই পরুন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ করতে হবে এবং সেটি শিগগিরই শুরুর কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, ভিসা সুবিধাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই)-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, দুটির সমন্বয় হলে বাংলাদেশি দক্ষ কর্মীদের কারিগরি শিক্ষার মান উন্নীত করা যায়।

তৌহিদ হোসেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একটি রোডম্যাপ পদর্শনে জোর দেন এবং প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য তার সরকারের প্রস্তুতির কথা জানান এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রায় নিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ