spot_img

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হতে বাধা নেই

অবশ্যই পরুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ মার্চ) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন বছর দুয়েক আগে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল প্রত্যাহার করে নেন অ্যাটর্নি জেনারেল অফিস৷

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। তবে তিন দিনের মধ্যে ছয় আসামি ও সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষায় আটজন আসামির মধ্যে ছয়জনের ডিএনএর মিল পাওয়া যায়। দুটি মামলারই অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। কিন্তু শুরু হয় নি বিচার কাজ৷

সর্বশেষ সংবাদ

সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন কঙ্গনা, সমালোচনার ঝড়

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কঙ্গনা অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ