spot_img

দেশের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

অবশ্যই পরুন

দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, দেশের বৃহত্তর স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে একমত থাকবে সব রাজনৈতিক দল। এ সময় হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান।

রোববার (১৬ মার্চ) রাজধানীতে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ওই ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

জনগণ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে অবশ্যই হত্যা নির্যাতনের বিচার করা হবে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, যারা অন্যায় করেছে, তাদের বিচার করতে হবে। তা না হলে নতুন করে অন্যায় হবে।

তারেক রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিপীড়িত নির্যাতিত ও জুলাই অভ্যুত্থানে আহত-নিহত যারা হয়েছেন, সেই হত্যার বিচার করবে বিএনপি।

এ সময় প্রতাশিত বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সব সময় নির্যাতিত -নিপীড়িত মানুষের পক্ষে আছে বিএনপি।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ