spot_img

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫ সেনা

অবশ্যই পরুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে ৫ সেনাসদস্য নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, প্রদেশটির নোকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল। তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

প্রদেশটিতে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দায় স্বীকার করেছিল।

নোশকি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, এ হামলায় আধাসামরিক বাহিনীরও ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, যারা বেলুচিস্তানের শান্তি নিয়ে খেলবে তাদের করুণ পরিণতি হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন।

আল-জাজিরার কামাল হায়দার জানিয়েছেন, স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান সীমান্তের কাছে নোশকি থেকে তাফতান যাওয়ার পথে সেনাবাহিনীকে বহনকারী অন্তত আটটি গাড়িবহরে হামলা চালানো হয়।

সর্বশেষ সংবাদ

ফের প্রথম রাউন্ডেই বিদায় মেদভেদেভের

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ