পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে ৫ সেনাসদস্য নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানিয়েছে, প্রদেশটির নোকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল। তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।
প্রদেশটিতে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দায় স্বীকার করেছিল।
নোশকি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, এ হামলায় আধাসামরিক বাহিনীরও ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, যারা বেলুচিস্তানের শান্তি নিয়ে খেলবে তাদের করুণ পরিণতি হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন।
আল-জাজিরার কামাল হায়দার জানিয়েছেন, স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান সীমান্তের কাছে নোশকি থেকে তাফতান যাওয়ার পথে সেনাবাহিনীকে বহনকারী অন্তত আটটি গাড়িবহরে হামলা চালানো হয়।