spot_img

ইউআইইউ’তে ‘ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’ এর যাত্রা শুরু

অবশ্যই পরুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’ এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, ইউনিয়ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরচিালক ডা. মো. আখতারুজ্জামান, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অফ বাংলাদেশ (সিএসবিআইবি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং ইউনাইটেড ফাইন্যান্স এর চেয়ারম্যান নাজমুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেক্টর বিস্তারে নানা ধরনের প্রতিবন্ধকতার পাশাপাশি দক্ষ জনশক্তির অভাব রয়েছে। ইউআইইউ’র এই ইনস্টিটিউট দক্ষ জনশক্তি তৈরি এবং ইসলামী ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথিরা বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে দেশের অর্থনীতি পরিবর্তনের দিকগুলোও তুলে ধরেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ‘ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র পরিচালক এবং ইকোনোমিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অফ বাংলাদেশ’র (সিএসবিআইবি) মহাসচিব জনাব মো. আবদুল্লাহ শরীফ।

উদ্বোধনী অধিবেশন শেষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনের টেকনিক্যাল সেশনে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সর্বশেষ সংবাদ

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ