spot_img

এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইইউ: সিইসি

অবশ্যই পরুন

নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ইসি লুকিয়ে-ছাপিয়ে নয়, বরং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

আজ রোববার (১৬ মার্চ) ইসি ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক পর্যায়ের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ওনারা মূলত জানতে চেয়েছিলেন, আগামী নির্বাচনে আমাদের কেমন প্রস্তুতি আছে। আমরা যা যা করছি তাদেরকে জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সকল কিছু জানিয়েছি। উনারা জানতে চেয়েছিলেন ভোটের বাজেট কত, টাকা পয়সা ঠিক মতো আছে কি না, অসুবিধা কোনো রকম আছে কি না। আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নেই। সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে ওনারা (ইইউ) আমাদের সাহায্য করতে চান।

ইসির কী কী সহায়তা প্রয়োজন সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সিইসি বলেন, আমাদের কী প্রয়োজন সেটা জানতে চান তারা। আমরা বলেছি ইউএনডিপি ইতোমধ্যে একটা নিড এসেসমেন্ট করেছে। একটা টিম পাঠিয়েছিল, কি কি সাহায্য প্রয়োজন হতে পারে, ইতোমধ্যে প্রজেক্টও বানিয়েছে। নির্বাচনের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত আছে। নির্বাচন কমিশন শুধু নয়, বাংলাদেশ উন্নয়নেও সহায়তা করতে চায় তারা।

নাসির উদ্দিন আরও বলেন, তারা (ইইউ) আগামী মাসে একটা কর্মশালা করবেন। এতে ইসি সচিব ও প্রতিনিধিরা যাবে। সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা জোর দিয়েছি, দলের পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে।

সিইসি জানান, ইসি নির্বাচনী কর্মকর্তাদের ট্রেনিং দিতে পারে। কিন্তু রাজনৈতিক দলের এজেন্টদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সে বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে। ভোটার এডুকেশন ও পর্যবেক্ষকদের ট্রেনিংয়ের ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন তারা। আরও সহায়তা লাগলে জানানো হবে, সর্বোতভাবে সহায়তায় প্রস্তুত রয়েছেন তারা।

আন্তর্জাতিক মানের ভোটের প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ, এমন মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, ওনারা চায় যে, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন। আন্তর্জাতিক মানের নির্বাচন ওনারা দেখতে চান। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের দ্বিমত নাই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা। এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা কাজ করবো, এটাতো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি।

সর্বশেষ সংবাদ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ