spot_img

আবরার তার জীবন দিয়ে, অসংখ্য-অগণিত আবরারের জীবন রক্ষা করে গেছে: অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আবরার ফাহাদ তার জীবন দিয়ে, অসংখ্য-অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র-সমাজ একটা নতুন জীবন পেয়েছে।

আজ রোববার (১৬ মার্চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের বিচারিক আদলতের রায় হাইকোর্ট বহাল রাখার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদালত চত্বরে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, পুরো রায়ে নিম্ন আদালত ২০ জনের ফাঁসি দিয়েছিলেন, পাঁচজনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। এই হত্যা মামলায় চারজন পলাতক আছেন এবং তারা সবাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত।

বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাবে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, এইটা আপিলের প্রক্রিয়া। আপিল ফাইল হবে। ডেথ রেফারেন্সে আপিল আসামি পক্ষের অধিকার। এরপর আমরা প্রক্রিয়া কীভাবে আছে আইনগতভাবে দেখব। আমরা তাদের (অপরাধীদের) আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই।

মো. আসাদুজ্জামান আরও বলেন, কোনো কোনো মৃত্যু হয় পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু হয় পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে।

আবরার ফাহাদের মৃত্যুর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পরিবেশ ফেরত এসেছে কি-না, এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমি তো মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন বীভৎস চিত্র এরপর আর খুব বেশি দেখিনি আমরা। তার আগে আপনারা দেখবেন, রাম দা নিয়ে প্রকাশ্যে কোপানো হচ্ছে। এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। আবরার ফাহাদের মৃত্যু সেখানে একটা পজ দিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ অবতার। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ