ইউক্রেনের দখলকৃত কুরস্ক অঞ্চলের দুটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সুদঝা শহরের পশ্চিম ও উত্তরের রুবানশ্চিনা ও জোওলেশেঙ্কা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। খবর বিবিসির।
গত আগস্টে ইউক্রেন আকস্মিক অভিযান চালিয়ে ১০০টির বেশি বসতি নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে অঞ্চলটি পুনরুদ্ধারে আক্রমণ জোরদার করেছে মস্কো। বিশ্লেষকদের মতে, রাশিয়া পুরো কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে রয়েছে এবং মাত্র ১০০ বর্গকিলোমিটার এলাকা দখল নেওয়া বাকি।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার “ফলপ্রসূ আলোচনা” হয়েছে। তবে তিনি পুতিনকে ইউক্রেনীয় সেনাদের হত্যা না করার অনুরোধ জানিয়েছেন।
তবে সামরিক বিশ্লেষকরা ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ হয়নি, বরং তারা নিজ থেকেই কুরস্ক অঞ্চল থেকে সরে যাচ্ছে বলে দাবি করেছে কিয়েভ।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে ড্রোন হামলা অব্যাহত রেখেছে। রাশিয়া জানিয়েছে, তারা ১২৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার নিক্ষেপ করা ১৭৮টি ড্রোনের মধ্যে ১৩০টি ধ্বংস করা হয়েছে।