স্বাধীনতার ৫৪ বছরেও নারীরা পূর্ণ স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার বিচার চেয়ে করা মানববন্ধনে তিনি এ কথা বলেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি সুপারিশ পুলিশে অব্যাহত স্বৈরতান্ত্রিক চর্চার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি
ধর্ষণ আইন সংস্কারে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, একক মতামতের ভিত্তিতে উক্ত আইন সংস্কার না করে নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতামতের সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া ধর্মভিত্তিক ও আশু ভবিষ্যতে ক্ষমতায় আসা সম্ভাব্য দলগুলোকে নারী ও শিশুদের অধিকার ও বৈষম্যের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।