spot_img

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন বিখ্যাত পাকিস্তানি গায়িকা নাসিবো

অবশ্যই পরুন

শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী নাভিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী নাসিবো লাল।

শুক্রবার (১৪ মার্চ) লাহোরেরে শাহদারা শহরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হন এ গায়িকা। তারপর আইনি পদক্ষেপ নিন নাসিবো।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী গায়িকা নাসিবো বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে আলি পার্কে অবস্থিত বাড়িতে ফিরে আসেন স্বামী নাভিদ। সে বাড়ি ফিরেই আমাকে গালিগালাজ শুরু করেন। এ সময় হাতের কাছে থাকা একটি ইট তুলে আমার মুখে আঘাত করে। আঘাতে মুখের বাম পাশে ও নাকে গুরুত্বর জখম হয়েছে।

গায়িকা নাসিবো বলেন, সে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু আজ হঠাৎ করেই ইট দিয়ে আঘাত করে এবং গালিগালাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া নেয়া উচিত বলেও দাবি করেন তিনি।

স্বামীর বিরুদ্ধে গায়িকার মামলাটি পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ধারা ৩৪৫ (নারীর শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।

গায়িকার ভাই শহীদ লাল জানিয়েছেন, তার বোন নাসিবো ও স্বামী নাভিদের মধ্যে ছোটখাটো মতবিরোধ সাধারণ বিষয়। কিন্তু এবার পরিস্থিতি শারীরিক সহিংসতার দিকে চলে যাওয়া এফআইআর দায়ের করা হয়। তবে পরবর্তীতে তাদের সমঝোতা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্তও করা হয়েছে তাদের।

এদিকে সংগীতশিল্পী নাসিবো পরবর্তীতে মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শক্তিশালী কণ্ঠের জন্য শ্রোতামহলে ভালো অবস্থানে জায়গা করে নিয়েছেন ‘তু ঝুম’ খ্যাত গায়িকা নাসিবো। সারাইকি, পাঞ্জাবি, উর্দু ও মারোয়ারিসহ কয়েকটি ভাষায় গান করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ