spot_img

জাতিসংঘ মহাসচিব সংস্কার নিয়ে কথা বলেননি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে তিনি এ কথা জানান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কি না? জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

এ সময় বিএনপির এ শীর্ষ নেতা জানান, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘ মনে করে, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস‍্যু। এ দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে।

সর্বশেষ সংবাদ

‘চাল দিচ্ছেন’ নেতানিয়াহু, সম্পর্ক ছিন্ন করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ