spot_img

‘গ্রিন কার্ড থাকলেও আমেরিকায় অনির্দিষ্টকাল থাকা যাবে না’: ট্রাম্পের সুরেই জেডি ভ্যান্স

অবশ্যই পরুন

অভিবাসন নীতির বদল চান মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি, আমেরিকায় ‘গোল্ড কার্ড’ চালু নিয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথার রেশ ধরেই এবার আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বললেন, গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ী ভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস নয়।

ফক্স নিউজ়ে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।’

দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

শুধু তা-ই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।

ট্রাম্পের কথায়, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তাঁরা সফল হবেন।’

সর্বশেষ সংবাদ

আবারও সিরিয়া আক্রমণ করলো ইসরায়েল

এবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি দাবি করেছে, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এই হামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ