spot_img

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

অবশ্যই পরুন

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এ হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দামেস্কের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে তেল আবিব এই বিমান হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স।

হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ি। কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে, গত সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় ১৭ দফায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দেশটিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গুঁড়িয়ে দেয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা।

সর্বশেষ সংবাদ

মশার উপদ্রপ কমাতে নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

আসন্ন বর্ষায় মশার উপদ্রপ কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ