বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মামলার আলামত জব্দের অনুমতি পেয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক রাশেদ হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম।
আইনজীবী মইনুল করিম জানান, আবু সাঈদ হত্যাকাণ্ডে রংপুরে দুটি মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা রয়েছে। তদন্তের স্বার্থে আদালতে সংরক্ষিত আলামত জব্দের অনুমতি চেয়ে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।
এর আগে, রংপুরে এসে মামলার সাক্ষীদের সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আলামত জব্দের অনুমতির ফলে মামলার তদন্ত আরও এগিয়ে গেল বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। পরে ১৮ আগস্ট নিহতের বড় ভাই মো. রমজান আলী পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনকে অভিযুক্ত করে মামলা করেন। দীর্ঘদিন তদন্তে অগ্রগতি না হওয়ায় বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করে আসছিল।