spot_img

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বার্তা

অবশ্যই পরুন

বাংলাদেশে পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে বৃহস্পতিবার (১৩ মার্চ) চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশ সফরের প্রথম দিনে আগামীকাল (১৪ মার্চ) তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করতে কক্সবাজার যাবেন।

সেখানে, মহাসচিব মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন এবং বাংলাদেশের সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা খুব আন্তরিকতার সাথে এই শরণার্থীদের আশ্রয় দিয়েছেন।

এছাড়াও, মহাসচিব শরণার্থীদের সঙ্গে এক ইফতারও করবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানাবেন।

শনিবার (১৫ মার্চ) ঢাকা সফরের সময়ে মহাসচিব সেখানে যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও অংশগ্রহণ করবেন।

সর্বশেষ সংবাদ

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মস্তিষ্কে স্ট্রোক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ