spot_img

ইউক্রেন সাথে আলোচনার পূর্বে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার শর্ত

অবশ্যই পরুন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চুক্তির আগে বিশাল শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। তবে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার আগে প্রাথমিকভাবে কিছু শর্ত নিয়ে গণমাধ্যমের সামনে আলোচনা করেছে মস্কো।

শর্তগুলোর মধ্যে রয়েছে—ন্যাটোতে কিয়েভের সদস্যপদ না নেওয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন না করা এবং ক্রিমিয়া ও চারটি প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্ত করা। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও রাশিয়া এখনো বিস্তারিত জানায়নি। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রতি পুতিনের সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে পুতিন এই অস্ত্রবিরতিকে ব্যবহার করতে পারেন। তবে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যকার আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার: মৎস্য উপদেষ্টা

ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালে আনতে পারেনি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এ মৌসুমে ইলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ