spot_img

নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

অবশ্যই পরুন

নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। এছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং শরিয়াহ আইনের ভিত্তিতে বিচারকার্য পরিচালনার দাবিও ওঠে।

বক্তারা সারাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শ্লীলতাহানির নিন্দা জানান। সেইসাথে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নারীদের নিরাপত্তা প্রদান করার দাবিও জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে। মানববন্ধনে নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান ৬ দফা দাবি উত্থাপন করেন। এসময় তিন মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণকারীদের বিচারের দাবি তোলা হয়।

সর্বশেষ সংবাদ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: এম সাখাওয়াত

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ