spot_img

প্রাণভয়ে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শত শত সিরীয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে।

গত মঙ্গলবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ-নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে।

গেল রোববার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরীয় নারী জানিয়েছেন, তিনি তার গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। আরেক নারী জানিয়েছেন, ভারী গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়ে ছিলেন।

অপর এক ব্যক্তি বলেন, জঙ্গিরা আমার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দিয়েছে। কারণ, আমরা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে ন্যাটো ও ইইউর কঠোর সমালোচনা ট্রাম্পের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া ইস্যুতে এবার ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ