spot_img

টাইব্রেকারে নাটকীয়তায় অ্যাটলেটিকোকে হারিয়ে শেষ আটে রিয়াল

অবশ্যই পরুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের ২৮ সেকেন্ডেই রিয়ালে জালে বল জড়িয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কনর গ্যালাঘার। গোল শোধে রিয়াল মরিয়া হলেও প্রথমার্ধে তেমন কোনো ছন্দ খুঁজে পাওয়া যায়নি আনচেলত্তির দলের মাঝে।

দ্বিতীয়ার্ধেই ডি বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাথলেটিকো। গোল শোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভিনিসিউস। শেষ পর্যন্ত রিয়াল ম্যাচ হেরে গেলে দুই লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় দুই-দুই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রিয়ালের হয়ে টাইব্রেকারে এমবাপ্পে, বেলিংহ্যাম, ভালভার্দে ও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার, আনহেল কোরেয়া গোল করলেও মিস করেছেন আলভারেজ ও মার্কোস লরেন্তে।

এর মধ্যে অদ্ভুত কারণে বাতিল হয় আলভারেজের গোল। ডাবল টাচ হওয়ায় বল জালে জড়ালেও ভিএআর-এ বাতিল হয় গোল। আর এতেই শেষ অ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা।

এদিকে, পিএসভির বিপক্ষে ড্র করেও কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্সেনাল। আর ক্লাব ব্রুগকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

ইউক্রেন সাথে আলোচনার পূর্বে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার শর্ত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চুক্তির আগে বিশাল শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। তবে কিয়েভের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ